হোম > রাজনীতি

সারা দেশে সংঘটিত হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে সংঘটিত হত্যার প্রতিবাদে আজ শুক্রবার বিকেল ৪টায় টিএসসিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রজোট। ছবি: সংগৃহীত

গত ২ দিনে দেশজুড়ে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রজোট।

আজ শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর, কলাভবন, মধুর ক্যানটিন প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় গণতান্ত্রিক ছাত্রজোটের আজকের মিছিল।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ বাপ্পি, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল ও ছাত্রজোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ বাপ্পি বলেন, দেশে চলমান সন্ত্রাসের রাজত্ব নতুন না কিছু না। ৫ আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই সন্ত্রাস রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর আগে আমরা একাধিকবার ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি। কিন্তু ইন্টেরিম সরকার এই অযোগ্য উপদেষ্টাকে ক্ষমতায় বসিয়ে জনগণের জানমালকে হুমকির মুখে ফেলেছে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘রক্তাক্ত এক জুলাই আন্দোলন পার করে আসার এক বছর না যেতেই আমাদের আবার হত্যার বিরুদ্ধে এসে দাঁড়াতে হচ্ছে।’

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নির্মম হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে জুবেল বলেন, ‘পুরান ঢাকায় এমন নির্মম ঘটনা শেষ কবে দেখেছি আমাদের মনে পড়ে না।’

যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন জুবেল বলেন, চলমান এসব ঘটনা কেবলমাত্র তাদের পুরোনো চরিত্রকেই স্মরণ করিয়ে দেয়। অথচ গণ-অভ্যুত্থানের পর আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম।

আমার মতো আর কারও না হোক—গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে পদত্যাগ করা এনসিপি নেতা মীর আরশাদুলের বিএনপিতে যোগদান

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

এনসিপিকে ১০ আসন দেওয়ার খবর কাল্পনিক: জামায়াতের তাহের

পেশা ও টক শো থেকে ফুয়াদের আয় ৭ লাখ