সম্মেলনে কাউন্সিলরদের দেওয়া ক্ষমতাবলে সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যদের নাম প্রস্তাব করেন দলটির সভাপতি শেখ হাসিনা। পরে তাতে কাউন্সিলেরা সমর্থন জানান।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে দলের সভাপতি হিসেবে দশমবারের মতো পুনর্নির্বাচিত হন শেখ হাসিনা। আর তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ওবায়দুল কাদের।
সংসদীয় মনোনয়ন বোর্ড
সংসদীয় বোর্ডের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাকিরা হলেন— আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, দীপু মনি।
স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড
গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের সভাপতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই। বাকি সদস্যরা হলেন— আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, আব্দুর রাজ্জাক, মুহাস্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও আবদুস সোবহান গোলাপ।
আরও পড়ুন: