হোম > রাজনীতি

গুমের জন্য সরকারকে ইতিহাসের কাঠগড়ায় জবাব দিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জনগণের আদালতে তাঁদের বিচার হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। 

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির মানবাধিকার সেল এই মানববন্ধনের আয়োজন করে। 

প্রধান অতিথির বক্তৃতায় সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'খুঁজে বের করুন তাঁদের। তাঁদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদের দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদের জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে।'

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় আসার পর গুম শব্দটি চালু হয়েছে। যারাই প্রতিবাদ করেছে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছে, তাঁদেরই গুম করে দেওয়া হয়েছে। সরকারের কাছে এ বিষয়ে জানালে তাঁরা বলেছে, তাঁরা কিছু জানে না। বুলেট, পিস্তল আর রাইফেল দিয়ে তাঁরা মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে চায়। গুমের মত অপরাধ করে তারা যে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেটা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

গুমের সংস্কৃতি বন্ধে এই সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, গুমের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাঁদের রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে।

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল