হোম > রাজনীতি

গুমের জন্য সরকারকে ইতিহাসের কাঠগড়ায় জবাব দিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জনগণের আদালতে তাঁদের বিচার হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। 

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির মানবাধিকার সেল এই মানববন্ধনের আয়োজন করে। 

প্রধান অতিথির বক্তৃতায় সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'খুঁজে বের করুন তাঁদের। তাঁদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদের দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদের জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে।'

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় আসার পর গুম শব্দটি চালু হয়েছে। যারাই প্রতিবাদ করেছে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছে, তাঁদেরই গুম করে দেওয়া হয়েছে। সরকারের কাছে এ বিষয়ে জানালে তাঁরা বলেছে, তাঁরা কিছু জানে না। বুলেট, পিস্তল আর রাইফেল দিয়ে তাঁরা মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে চায়। গুমের মত অপরাধ করে তারা যে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেটা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

গুমের সংস্কৃতি বন্ধে এই সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, গুমের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাঁদের রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা