হোম > রাজনীতি

সরকার দখলদারিতে নজির সৃষ্টি করেছে: ড. ইউনূসের প্রতিষ্ঠান দখল প্রসঙ্গে সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার পাশাপাশি সরকার তাঁর প্রতিষ্ঠানও দখল করেছে। এভাবেই সরকার দখলদারির নজির সৃষ্টি করেছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বিএনপির নেত্রী সেলিমা রহমান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আজকে জনগণ দেখছে ওদের (সরকার) দখলদারি। কীভাবে একজন নোবেল বিজয়ীর প্রতিষ্ঠান দখল করা হচ্ছে। তাঁকে তো হেনস্তা করেছেই, এখন তাঁর প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে দখল করেছে। ওদের দখলদারি সর্বব্যাপী, দখলদারিতে ওরা নজির সৃষ্টি করেছে।’

সমাবেশে ড. ইউনূস প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তাঁর (ড. ইউনূস) পক্ষে বিদেশে প্রায় ৩০০ গণ্যমান্য ব্যক্তি বিবৃতি দিলেন। তাঁর যদি এই অবস্থা হয়, তাহলে আমি আর আপনি কোথায় আছি বাংলাদেশে! আমি-আপনি কোথাও নাই।’

সমাবেশে বাজার পরিস্থিতি নিয়ে সেলিমা বলেন, ‘দ্রব্যমূল্য আকাশছোঁয়া। একজন সাধারণ মানুষ কীভাবে তাঁর পরিবারকে খাওয়াতে পারবে? সরকার প্রতিদিন বলছে, জিনিসপত্রের দাম কমে যাবে। আমি বলছি, ওরা কমাবে না। তাদের সিন্ডিকেট দাম কমাবে না এবং তারা সিন্ডিকেটকে কিছু বলবে না।’

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য দেন।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত