হোম > রাজনীতি

সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে যাচ্ছে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে যাচ্ছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। কমিটির পক্ষ থেকে আগামী ১ জুন সাতক্ষীরা, ২ জুন খুলনা এবং বাগেরহাটে ত্রাণ বিতরণ করা হবে। 

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্গতদের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। রিমালের ঘটনার শুরু থেকে আমাদের স্থানীয় নেতা-কর্মীরা দুর্গতদের পাশে আছেন। এবার দলীয় সভাপতির নির্দেশে আমরা এবার ত্রাণ দিতে সেখানে যাচ্ছি।’ 

দলটির পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের জন্য সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট যাচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির ১১ সদস্যের একটি টিম। ১ জুন বেলা ৩টায় সাতক্ষীরা শ্যামনগর এবং ২ জুন খুলনা ও বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে। 

প্রতিনিধিদলে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণাসহ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা।

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার