হোম > রাজনীতি

‘এমপি থাকতে যদি জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, আমাদের কী করার আছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘এমপি থাকতে যদি জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, আমাদের কী করার আছে’—নৌকার প্রার্থীদের উদ্দেশে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনি যদি এলাকায় এমপি থাকতে নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, তখন ওখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কী করব? কী করার আছে আমাদের। কাজেই নৌকার ইজ্জত নৌকার লোকেরা রাখবে।’

নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে স্বতন্ত্রদেরও প্রার্থী হতে বলেছেন জানিয়ে কাদের বলেন, ‘এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের নেত্রী একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য স্বতন্ত্রদেরও প্রার্থী হতে বলেছেন। এতে কারও কিছু হারাবার নেই, নৌকার নিজের শক্তি আছে। ভয় পান কেন?’

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে কাদের বলেন, ‘স্বতন্ত্র স্বতন্ত্রের নির্বাচন করবেন, নৌকা নৌকার নির্বাচন করবেন। কারও সঙ্গে কারও ঝগড়াঝাঁটির কোনো প্রয়োজন নেই।’

বিএনপিকে ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তারা কিসের অসহযোগ করবে। বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে, সে রকম হলো না?’

বিএনপির অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখন বলে কী অসহযোগ আন্দোলন করবে। হায়রে আল্লাহ, “বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে”, সে রকম হলো না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে। বঙ্গবন্ধুর সেই ডাক স্বাধীনতার জন্য। ঢাল নেই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তারা কিসের অসহযোগ করবে?’

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত