বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির শনাক্তের পর জরুরি সংবাদ সম্মেলন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ফখরুল বলেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। নমুনা গতকাল আইসিডিডিআরবিতে নেওয়া হয়েছিল। সেখানে তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ পেয়েছি।
খালেদা জিয়ার শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে জানিয়েছে ফখরুল বলেন, ডা. এফ এম সিদ্দিকী ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তবে এখন পর্যন্ত তার শরীরে অন্য কোনো উপসর্গ নেই।
মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে খালেদা জিয়ার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কোনো প্রয়োজন হয় তখন পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।