হোম > রাজনীতি

আগামী নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আজ বৃহস্পতিবার দুপুরে চরমোনাই ময়দানে এক সমাবেশে এ ঘোষণা দেন। 

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২০১৪ আর ১৮ সালে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু  হয়নি। এই নির্বাচনও সুষ্ঠু হবে না। 

দেশবাসীর প্রতি আহবান জানিয়ে চরমোনাই পীর বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না। 

আজ দুপুরে চরমোনাই ময়দানে বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করীম।

উদ্বোধনী বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। অর্থনৈতিক সংকট আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। এই সংকটের জন‌্য দায়ী আওয়ামীলীগ সরকার। 

নেতা-কমী‌দের উদ্দে‌শ্যে তিনি ব‌লেন, নিবাচনী প‌রি‌বেশ সুষ্ঠ হ‌লে হাতপাখার প‌ক্ষে ঝা‌পি‌য়ে পড়‌তে হ‌বে।

ওলামা সম্মেলনে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম প্রমুখ।

শুক্রবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টায় মাহ‌ফি‌লের আখেরি মোনাজাত হবে।

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ