হোম > রাজনীতি

যোগ্য ব্যক্তি ছাড়া আর কাউকে প্রার্থী করা হবে না: রওশন এরশাদ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

দলকে শক্তিশালী করতে যোগ্যদের প্রার্থী দিয়ে মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইরে শহীদ রফিক সরণিতে সাবেক মন্ত্রীর বাসভবনে সাংবাদিক ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

রওশন এরশাদ বলেন, ‘দলকে শক্তিশালী করতে যোগ্যদের প্রার্থী দিয়ে মূল্যায়ন করা হবে। যে কেউ নাম-ডাকের জন্য জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু যোগ্য ব্যক্তি ছাড়া ভবিষ্যতে আর কাউকে প্রার্থী করা হবে না। পল্লিবন্ধুর প্রকৃত সৈনিক ও ত্যাগী নেতৃত্বের হাতেই তুলে দেওয়া হবে লাঙল।’

মতবিনিময় সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনূর রশীদ বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। লাঙলের প্রকৃত মালিক পল্লিবন্ধুর তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছেন। নির্বাচনী প্রক্রিয়াকে চূড়ান্তকরণের পথে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করা হয়েছে। শিগগিরই রওশন এরশাদের নেতৃত্বে একটি বিকল্প জোটের আত্মপ্রকাশ ঘটবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, সিঙ্গাইর উপজেলা জাপার সাবেক সভাপতি আবুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর জাপার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকন, সিঙ্গাইর উপজেলা জাপার সহসভাপতি মো. ফিরোজ হোসেন খান প্রমুখ।

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল

নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

নাগরিক শোকসভা: বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের নেত্রী

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

পোস্টাল ভোট বন্ধ করতে চাওয়া অশনিসংকেত: আসিফ মাহমুদ

খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল: এফ এম সিদ্দিকী