হোম > রাজনীতি

মুরাদ হাসানের পদত্যাগ যথেষ্ট নয়: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর আচরণের কড়া সমালোচনা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তাঁর মতে, মুরাদ হাসান যে আচরণ করেছেন, তাতে তাঁর পদত্যাগ যথেষ্ট নয়। মুরাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে মনে করেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি।

ভিডিও বার্তায় মুরাদ হাসানের শাস্তির দাবি জানিয়ে মঈন খান বলেন, 'আমরা শুনেছি ডাক্তার মুরাদ হাসান নাকি পদত্যাগ করেছেন। আসলে এই ধরনের আচরণের পরে পদত্যাগ তো কোনো দিন যথেষ্ট হতে পারে না। একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন যদি এমন একটি লোক, তাহলে মানুষ কি বলবে? শুধু পদত্যাগ কেন তার এই আচরণের জন্য যথাযোগ্য শাস্তি হতে পারে।' 

মুরাদ হাসান এর বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি'র এই শীর্ষ নেতা বলেন, 'এই ধরনের মানুষ যে ভাষায় কথা বলেন তা অসভ্য, বর্বরের ভাষা। আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করেন, তাঁরাও তো এই ভাষায় কথা বলেন না। তাহলে আমরা কি রোল মডেল হয়েছি সারা বিশ্বের কাছে? '

মঈন খান বলেন, 'নারীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে তাঁর এই আচরণ শুধু তাঁকে নয়, তাঁর রাজনৈতিক দল, সরকারকে কীভাবে চিত্রায়িত করছে বিশ্বের কাছে! তাঁর এই অপরাধের শাস্তি তাঁকে পেতেই হবে। আমরা আশা করি দেশবাসীর এই যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হবে। এই দেশকে একটি সুসভ্য জাতি হিসেবে যাতে আমরা তুলে ধরতে পারি। আমরা এমন একটি উদাহরণ সৃষ্টি করি যার ফলে সারা বিশ্ব দেখবে যে বাংলাদেশ একটি সভ্য জাতি।' 

তিনি বলেন, 'আমরা শুধু প্রোপাগান্ডা দিয়ে বিশ্বের বুকে বাহবা কুড়াতে চাই। যাঁরা নিজেদের ভালোবাসে, তাঁদের দিয়ে তো দেশ সেবা হয় না। যাঁরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না, তাঁদের দিয়ে তো দেশ চলে না। একজন মানুষকে যদি আমি সম্মান করতে না পারি, তাহলে কীভাবে আমি জনপ্রতিনিধি হব? কীভাবে একজন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারব? এই প্রশ্ন কি আজ দেশের মানুষ করতে পারে না? '

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’