হোম > রাজনীতি

এক মামলায় মির্জা ফখরুল ও দুই মামলায় আমীর খসরুর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ও দুই মামলায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক পৃথক পৃথকভাবে এই জামিন মঞ্জুর করেন।

এদিকে আমীর খসরু মাহমুদের ৮ মামলায় গ্রেপ্তার দেখানো ও জামিন আবেদন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এর আগে ১০ জানুয়ারি মির্জা ফখরুলকে ৯ মামলায় জামিন দেওয়া হয়।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয় গত ১৮ ডিসেম্বর। এই মামলায় দুজনকে একই সঙ্গে জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত দুজনের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে আমীর খসরু গত ৯ নভেম্বর থেকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন। এই মামলায় জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আদালত আমীর খসরুকে জামিন দেন।

২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১১ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয় ও ১০ মামলায় আমীর খসরুকে আসামি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুলের জামিন হয়নি। হাইকোর্ট সম্প্রতি জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ওই মামলায় জামিন না হওয়া পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত