সারা দেশে মন্দিরে হামলা-ভাঙচুর সহ্য করা হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আজ সোমবার সকালে পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গাজী আতাউর রহমান বলেন, ‘হিন্দুদের মন্দিরে হামলা ও গতকাল রোববার রাতে পীরগঞ্জে হিন্দু পল্লিতে হামলার ঘটনার নিন্দা জানাই। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই ধরনের হামলা-ভাঙচুর ও অপকর্ম সহ্য করবে না। দেশে সকল ধর্মের নাগরিক পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে এটাই প্রত্যাশা।’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি নূরুল করীম আকরামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে আতাউর বলেন, ‘সরকারের সমালোচনা করা সংবিধান বা রাষ্ট্রবিরোধী না। সুতরাং এই সমালোচনা আইনের লঙ্ঘন নয়। ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সরকারের সমালোচনা করেছে। দেশের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে সে কখনো কিছু বলেনি।’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি শরীফুল ইসলাম রিয়াদ বলেন, আকরাম ও ঢাকা মহানগর কমিটির সাবেক সহসভাপতি গিয়াস উদ্দীন পরশের বিরুদ্ধে করা মামলা দুরভিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।