হোম > রাজনীতি

খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ সৌদি রাষ্ট্রদূতের

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের বাসভবনে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

আজ সোমবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের বাসভবনে যান সৌদি রাষ্ট্রদূত। সেখানে খালেদা জিয়ার সঙ্গে আলাপ করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার বাসা ত্যাগ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশলাদি বিনিময় করেন ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন। বিএনপি চেয়ারপারসন কবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, সে বিষয়ে জানতে চান। এ সময় দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান তিনি।

এর আগে সবশেষ ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকাস্থ সৌদি আরব রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র: বিএনপি

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা

কিছু নির্দিষ্ট স্থানে হামলা নির্বাচন বানচালের চেষ্টা কি না, সন্দেহ সালাহউদ্দিনের

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জুমা

উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রথম আলো-ডেইলি স্টার হামলার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা