হোম > রাজনীতি

ফখরুল সাহেব প্রতিনিয়ত কবিরা গুনাহ করে যাচ্ছেন: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত কবিরা গুনাহ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ শনিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব প্রতিনিয়ত কবিরা গুনাহ করে যাচ্ছেন। উনি বক্তব্যে এক সময় বলে ফেলেছেন, এর থেকে পাকিস্তানেই ভালো ছিলাম। তিনি পাকিস্তানি প্রীতি এখনো ছাড়তে পারেননি। তার বিরুদ্ধে আমাদের এলাকার লোক এখনো মামলা করে না কেন? তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কারণ, সে স্বাধীনতা বিরোধী। অবশ্যই স্বাধীনতা বিরোধী রক্ত যদি শরীরে থাকে, তার মুখ দিয়ে এ কথা বের হতেই পারে। তার বাবাই ছিল রাজাকার। ঠাকুরগাঁওয়ের চখা রাজাকার নামে পরিচিত। রাজাকারের বেটার মুখ দিয়ে কিন্তু এ কথাই বের হয়।’

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা মানুষের জন্য ভাবেন। তিনি মানুষের জন্য ভাবেন বলেই বাবা, মা, ভাই-বোন সবাইকে হারিয়ে ব্যথা-বেদনা ভুলে মানুষের সেবা করে বেঁচে থাকতে চান। তিনি দেশকে সুখী ও সমৃদ্ধিশালী করতে আপ্রাণ চেষ্টা করছেন। শুধু চেষ্টায় নয় এরই মধ্যেই তিনি প্রমাণ করেছেন বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’

চলতি অর্থ বছরের উপজেলা উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দ থেকে ক্রয়কৃত লাশ বহনকারী খাটিয়া, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন। বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বিথিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫৫টি লাশ বহনকারী খাটিয়া, ১২০টি সেলাই মেশিন ও ১৫ হুইল চেয়ার বিতরণ করেন। এ ছাড়া নগদ অর্থও বিতরণ করেন।

এর আগে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান

দুর্নীতি দমন, নারীর অধিকারে গুরুত্ব জামায়াতের

তারুণ্যের আকাঙ্ক্ষায় প্রাধান্য বিএনপির

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা