বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩ নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন—এম রশিদুজ্জামান মিল্লাত, আব্দুল কাদির ভুইয়া জুয়েল ও বজলুল করিম চৌধুরী আবেদ। আজ শুক্রবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে কোষাধ্যক্ষ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সহস্বেচ্ছাসেবক সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদকে সহপল্লি উন্নয়ন সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি জামালপুর জেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আব্দুল কাদির ভুইয়া জুয়েল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন এবং বজলুল করিম চৌধুরী আবেদ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের আসনে মনোনয়নপ্রত্যাশী।