আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নিরীহ নেতা কর্মীদের ওপর গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংঘর্ষের পর বুধবার বেলা ৪টার দিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন রিজভী। এর আগে, বুধবার বেলা আড়াইটার পর পর রাস্তায় অবস্থান করা বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতা কর্মীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নিরীহ নেতা কর্মীদের ওপর গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এতে বহু নেতা কর্মী আহত হয়েছে।’
যতই হামলা করা হোক আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ হবে বলে হুঁশিয়ারি দেন রিজভী। তিনি বলেন, এখনও অনেক নেতা কর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে আটকে আছে।
সংঘর্ষের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সমাবেশের এখনো দুই তিন দিন বাকি রয়েছে। সমাবেশের আলোচনা চলছে। তার আগেই তারা নয়াপল্টনে তাদের পার্টি অফিসের সামনে ট্রাক এনে সড়ক বন্ধ করে দেয়। আমরা তাদের সড়ক ছেড়ে দিতে বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল মারে। এতে পুলিশ আহত হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে।’