হোম > রাজনীতি

যতই হামলা হোক, ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নিরীহ নেতা কর্মীদের ওপর গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংঘর্ষের পর বুধবার বেলা ৪টার দিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন রিজভী। এর আগে, বুধবার বেলা আড়াইটার পর পর রাস্তায় অবস্থান করা বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতা কর্মীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নিরীহ নেতা কর্মীদের ওপর গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এতে বহু নেতা কর্মী আহত হয়েছে।’

যতই হামলা করা হোক আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ হবে বলে হুঁশিয়ারি দেন রিজভী। তিনি বলেন, এখনও অনেক নেতা কর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে আটকে আছে।

সংঘর্ষের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সমাবেশের এখনো দুই তিন দিন বাকি রয়েছে। সমাবেশের আলোচনা চলছে। তার আগেই তারা নয়াপল্টনে তাদের পার্টি অফিসের সামনে ট্রাক এনে সড়ক বন্ধ করে দেয়। আমরা তাদের সড়ক ছেড়ে দিতে বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল মারে। এতে পুলিশ আহত হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে।’

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন সৈয়দা নীলিমা দোলা

‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বলা বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী