হোম > রাজনীতি

মুক্তিযুদ্ধ মঞ্চকেই 'দুর্বৃত্ত' বললেন নুর  

ঢাবি প্রতিনিধি

'মুক্তিযুদ্ধ মঞ্চ তো ডাকসু ভবনে আমাদের ওপর হামলা করেছে। তারা তো কারাগারে থাকার কথা। তাদের দেওয়া মামলা তো গ্রহণ করার মতো না। তারা নিজেরাই দুর্বৃত্ত।' গণ অধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের করা মামলার আবেদনের প্রতিক্রিয়ায় এ কথা বলেন নুরুল হক নুর। 

গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্যসচিব নুরুল হক নুর ও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় আজ বিকেল ৪টায় মামলার আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের (একাংশ) সাধারণ সম্পাদক মো. আল মামুন। আবেদনটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে পুলিশ।  

এর প্রতিক্রিয়ায় ডাকসুর সাবেক ভিপি ও সদ্যগঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, 'মুক্তিযুদ্ধ মঞ্চের মতো একটি সংগঠনের মামলার আবেদনে আমরা ভীত নই। আমরা আমাদের কাজ করে যাব। মুক্তিযুদ্ধ মঞ্চ তো ডাকসু ভবনে আমাদের ওপর হামলা করেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে খায়। তারা তো কারাগারে থাকার কথা। তাদের দেওয়া মামলা তো গ্রহণ করার মতো না। তারা নিজেরাই দুর্বৃত্ত।'   

মুক্তিযুদ্ধ মঞ্চকে চাঁদাবাজ, ভুঁইফোড় সংগঠন এবং বাইরের একটি রাষ্ট্রের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে উল্লেখ করে নুরুল হক নুর বলেন, ‘আমরা নতুন ধারার রাজনৈতিক দল গঠন করেছি। আমরা নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাব। কে কী করল সে বিষয়ে আমরা মাথা ঘামাই না। মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের ব্যাপারে নাক গলাবে কেন?’ 

মামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, 'এটা যেহেতু সাইবার ক্রাইমের বিষয় তাই আমরা কপিটি ওই বিভাগে পাঠিয়েছি। সার্বিক যাচাইবাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত জিডি হিসেবে গ্রহণ করেছি।’

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ