হোম > রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ‘সরকার’ এবং ‘সিন্ডিকেটের’ আঁতাতে সৃষ্ট বিপর্যয়: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তেল ও চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ‘সরকার’এবং ‘সিন্ডিকেটের’ আঁতাতে সৃষ্ট বিপর্যয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম রব। 

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। 

আ স ম রব বলেন, ‘প্রায় প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অপরিণামদর্শী অপকৌশল জনগণকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের সার্বিক ব্যর্থতায় জনগণের ক্রয় ক্ষমতা এমন একপর্যায়ে নেমে গেছে যা মানুষকে খাদ্য ও অনাহারের ঝুঁকিতে ফেলছে। এটি দেশের সার্বিক খারাপ অবস্থার খণ্ডচিত্র মাত্র।’ 

তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে কাজ হারিয়ে কয়েক কোটি মানুষ সীমাহীন আর্থিক দুরবস্থায় নিমজ্জিত। নতুন করে ভোজ্যতেল বিশেষত সাধারণ মানুষ যে তেল ব্যবহার করে, সয়াবিন ও পাম তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও বিপন্ন করে তুলবে।’ 

বিরাজমান অবস্থায় সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলার লক্ষ্যে জেএসডির পক্ষ থেকে ছয়টি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো-সকল ধরনের সিন্ডিকেট এবং দুর্বৃত্তদের লুটপাট ও কারসাজি বন্ধ করা; ভোজ্য তেলসহ খাদ্যসামগ্রীর মূল্য ক্রয়ক্ষমতার নিরিখে নির্ধারণ ও বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা; কৃষিপণ্য উৎপাদনে বিদ্যুৎ সার কীটনাশকে পর্যাপ্ত ভর্তুকি এবং প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা; নিরন্ন, অসহায় ও বিপর্যস্ত কয়েক কোটি মানুষের জীবন সুরক্ষায় রেশনিং ব্যবস্থা চালু করা; কর্মক্ষম বিশাল সংখ্যক যুবক ও বেকারের কর্মসংস্থানের প্রয়োজনে উপজেলা শিল্পাঞ্চল চালু করা এবং আপৎকালীন ও সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় ‘খাদ্য নিরাপত্তা’ ব্যবস্থা করা।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত