হোম > রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামি চেতনার: নায়েবে আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। ফাইল ছবি

ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। আজ রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মুজিবুর রহমান বলেন, ‘২০২৪ সালে যে গণুভ্যুত্থান হয়েছিল সেখানে ছাত্ররা অংশ নিলেও শিক্ষকরা তাদের পেছন থেকে সাহস যোগিয়েছেন। তাই বলতে চাই, শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়, তাহলে শিক্ষকদের অবস্থা আমাদের দেশে এমন কেন। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এদেশের শিক্ষা ব্যবস্থা বহু চেতনার মধ্য দিয়ে গিয়েছিত বিগত সময়ে। তবে আমাদের কথা এদেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামি চেতনার ভিত্তিতে।’

ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম কাজ হবে শিক্ষার সংস্কার সাধন করা বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাজের চাকা সৎ পথে চলছে না এমন মন্তব্য করে তিনি বলেছেন, ‘শিক্ষকদের অনুরোধ করব আপনি মানুষ গড়ার কারিগর তাই এটাকে সৎ ভাবে পালন করেন। তাহলে সমাজের চাকা সৎ পথে চলবে।’

জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘আজকের শিক্ষকদের যে আন্দোলন সেখানে যত দাবি আসছে সেখানে আমি বলব, এত দাবির প্রয়োজন হবে না, যদি আপনারা এখানে দুইটি বিষয়কে আনেন তাহলে সব দাবিই এই দুইয়ের মধ্যে এসে যাবে। দুটোই ন্যায্য। একটা হচ্ছে, জাতীয়করণ করতে হবে আরেকটা হচ্ছে যেগুলো এমপিওভুক্ত হয়নি সেগুলো এমপিওভুক্ত করতে হবে। এই দুটি দাবি পূরণ হলে বাকি সব দাবি এমনিতেই পূরণ হয়ে যাবে।’

জাতীয় প্রেসক্লাবে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

ডা. শফিকুর রহমান বলেন, ‘যে শিক্ষা নৈতিক শিক্ষা আমরা সেটিকে সমর্থন করব। ৯১ শতাংশ মুসলমানের দেশে শিক্ষা হতে হবে ইসলামী চেতনার শিক্ষা। এটি ছাড়া সমাজ ভালোভাবে চলবে না, যেটি প্রমাণিত। সমাজে নৈতিক শিক্ষা নেই বলেই আজকে মাগুরায় নিজ আত্নীয়ের কাছে শিশুর এমন অবস্থা হয়েছে। এই আত্নীয় বিশ্বাস ঘাতকতা করেছে।’

বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো নূরুল ইসলাম বুলবুল। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এম কোরবান আলী। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা