তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এবং সব রাজবন্দীদের মুক্তির দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো নিয়ে নতুন জোট গণতন্ত্র মঞ্চ–এর পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সভাপতির বক্তব্যের সময় এই কর্মসূচি ঘোষণা করেন মাহমুদুর রহমান মান্না।
সভাপতির বক্তব্যে মান্না বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাঘে ধান খাওয়ার মতো স্বীকার করেছেন, র্যাব মানুষ মেরেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলেছি, অবস্থা ঠিকঠাক হয়ে গেছে। এখন থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। অথচ যুক্তরাষ্ট্রের দূতাবাস বিবৃতি দিয়েছে, এমন কোনো কথা তাদের সঙ্গে হয়নি।’