হোম > রাজনীতি

জঙ্গিদের পৃষ্ঠপোষক বিএনপিকে বিদেশিরা সমর্থন করে না: তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জঙ্গিদের পৃষ্ঠপোষক বিএনপিকে বিদেশিরা সমর্থন করে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগে জঙ্গিদের গ্রেপ্তার করা হল। বিএনপি মহাসচিব বললেন নির্বাচনের আগে দৃষ্টি ভিন্ন খাতে নিতে এটা নাকি সরকারের সাজানো নাটক। যেমন মহাসচিব তেমনি তার দলের নেত্রী। তার নেত্রীও আগে এ রকম কথা বলেছেন। জঙ্গি শক্তির প্রধান পৃষ্ঠপোষক হল বিএনপি ও তার নেতারা। আমরা জঙ্গি দমন করেছি, কিন্তু নির্মূল করতে পারিনি। যদি বিএনপি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা না দিত তাহলে আমরা জঙ্গিদের পুরোপুরি নির্মূল করতে পারতাম। তারেক রহমানকে কিন্তু যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি। আমরা এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে তথ্য সরবরাহ করেছি।’

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর খুনের বেনিফিশিয়ারি হলেন জিয়াউর রহমান ও তাঁর পরিবার। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের দেশে বিদেশে প্রতিষ্ঠিত করেছেন। এখন দাবি উঠেছে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিচার করতে হবে। এটা করা না হলে ইতিহাসের পুরো ঘটনা উঠে আসবে না।

গণমাধ্যমের শৃঙ্খলা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমে আমরা অনেকটাই শৃঙ্খলা আনতে পেরেছি। কিন্তু এখনো পুরোপুরি আনতে পারিনি। ভুতুড়ে পত্রিকা বন্ধ করতে গেলে নানা তদবির আছে। পত্রিকার ডিক্লারেশন ডিসি দেন। এই যে একজন সাংবাদিক বললেন এক ডিসি তার দায়িত্ব ছাড়ার আগের দিন ২৩টি পত্রিকার ডিক্লারেশন দিয়েছেন। ফলে ডিক্লারেশনের ক্ষমতা কি ডিসিদের হাতে থাকবে, নাকি এটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে নাকি আলাদা কোন অধিদপ্তরের আওতায় নিয়ে আসা হবে সেটি সাংবাদিকদেরই ঠিক করতে হবে। আর সেটি লিখিত আকারে আমাদের কাছে জমা দেন, আমরা শৃঙ্খলা আনার ব্যবস্থা করব।
 
এদিকে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর ও নেপথ্য কুশীলবদের চিহ্নিত করার দাবি জানানো হয়। 

আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলসহ অন্যরা।

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’