হোম > রাজনীতি

বিএনপি দেশকে ভিখারি রাষ্ট্রে পরিণত করেছিল: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি বাংলাদেশকে ভিখারি রাষ্ট্রে পরিণত করেছিল বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ৭৫-পরবর্তী সরকার দেশকে প্রায় ৫০ বছর পিছিয়ে দিয়েছে। তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ না করে নিজেদের উন্নয়ন করেছে। 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বটতলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মাঠে পুনর্ভবা নদীখননকাজ উদ্বোধন উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বর্তমান সরকারকে উন্নয়নের রোড মডেল আখ্যায়িত করে নৌ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, ৭৫-পরবর্তী সরকার বিদেশ থেকে খাদ্য আমদানি করত। আর বর্তমান সরকারে কার্যকর পদক্ষেপে খাদ্য চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অর্থ বরাদ্দের জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। কিন্তু আজকে অর্থমন্ত্রীকে কারও দ্বারে দ্বারে ঘুরতে হয় না। বাংলাদেশ আজকে সক্ষমতা অর্জন করেছে। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে আমাদের গর্বের স্থাপনা পদ্মা সেতু বাস্তবায়ন করেছি।’  

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আঃ ওয়ারেজ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়ারেছ প্রমুখ।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)–এর তত্ত্বাবধানে পুনর্ভবা নদী খননেরকাজ আগামী দুই বছরে শেষ হবে। এর ফলে এটি তৃতীয় শ্রেণির নেভিগেশন রুটে উন্নীত হবে। নদীতে আবার পণ্যবাহী জলযান দেখা যাবে। শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকার কারণে কৃষি কার্যক্রম বৃদ্ধি পাবে, মৎস্য চাষে সুবিধা হবে এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়।

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী