হোম > রাজনীতি

নিজেদের অপকর্ম আড়াল করতে মায়াজাল তৈরির চেষ্টা করছে সরকার: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘বিএনপি আমলের দুর্নীতি আর নৃশংসতা সবাইকে জানাতে হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে অবান্তর বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি নিজেদের অপকর্মকে আড়াল করতেই এমনটা বলেছেন প্রধানমন্ত্রী। 

আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এমন দাবি করে বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে সরকারের প্রতি যে ধিক্কার নেমে এসেছে, তা আড়াল করতে নানা ধরনের কথা বলে এক ধরনের মায়াজাল তৈরির চেষ্টা করা হচ্ছে। সরকারের নৃশংসতার জন্য আন্তর্জাতিকভাবে যে নিষেধাজ্ঞা এসেছে সেটিকে আড়াল করার জন্য প্রধানমন্ত্রী ওয়াশিংটনে মতবিনিময় সভায় বলেছেন বিএনপি আমলের দুর্নীতি আর নৃশংসতা সবাইকে জানতে হবে। 

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনার অপরাধ সুপরিকল্পিত। এই অপরাধ দেশের মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। কারণ তিনি আজীবন ক্ষমতা ধরে রাখতে চান। আর এই ক্ষমতা ধরে রাখতে গিয়ে তিনি গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মত অপরাধ করছেন। এসব করে পার পাওয়া যাবে না–এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আপনাদের (সরকার) অপরাধের জন্য এ দেশের মানুষের আদালতে আপনার সরকারের বিচার হবে।’ 

বিএনপি আমলে কোন দুর্নীতি ও নৃশংসতা হয়নি দাবি করে রিজভী আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার দেশের মানুষ বিশ্বাস করে না। বিএনপির আমলে যদি সত্যিকার অর্থেই কোন অন্যায় হতো যদি কোনো ধরনের নৃশংসতা হত তাহলে তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একধরনের নিষেধাজ্ঞা আসত। বিএনপির সময়েতো এই ধরনের নিষেধাজ্ঞা আসেনি। উনি (প্রধানমন্ত্রী) যেভাবে নাটক তৈরি করেন বাংলাদেশে আর কেউ কোনো দিন পারেনি। তিনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন র‍্যাব পুলিশ দিয়ে গণমাধ্যমকে হুমকি দিতে পারেন। তারপরও তো আন্তর্জাতিক সম্প্রদায় চোখ বন্ধ করে রাখেনি। আজকে সারা পৃথিবীর মানুষ জানে শেখ হাসিনার নিষ্ঠুর নির্যাতনের কথা, তাঁর অপশাসনের কথা তাঁর কুকীর্তির কথা। তিনি আজকে গোটা জাতিকে জিম্মি করে রেখেছেন।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ