হোম > রাজনীতি

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের সরান, নইলে তালিকা প্রকাশ করব: সরকারকে আলালের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা না হলে তাদের তালিকা প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনে ফ্যাসিবাদের দোসরেরা দাপটের সঙ্গে এখনো রয়েছেন। আগের মতোই দুর্নীতি করে যাচ্ছেন তাঁরা।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বিএনপির এই নেতা।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামের এক সংগঠনের সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এ সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোসরেরা দাপটের সঙ্গে রয়ে গেছে। কারা ফ্যাসিবাদের দোসর, কারা এখনো ঘাপটি মেরে দুর্নীতি করছেন, মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুশি সেখানে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন, আমরা তা জানি। সুতরাং, সাবধান হয়ে যান। আমাদের যাতে সেই তালিকা দিতে না হয়।’

‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি পালনের সঙ্গে সঙ্গে ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা না হলে বিএনপি সত্যি সত্যি তাদের তালিকা প্রকাশ করবে। ফ্যাসিবাদের দোসরেরা প্রশাসনের কোথায়, কোন পর্যায়ে রয়েছেন, সেই শ্বেতপত্র প্রকাশ করব আমরা।’

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড জনগণকে হতাশা করছে বলেও এ সময় মন্তব্য করেন আলাল।

তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম কমেনি। গ্যাসসংকট বেড়েছে। লোডশেডিং বেড়েছে। পানি সরবরাহ আগের মতো নিরবচ্ছিন্ন নেই। বর্জ্য ব্যবস্থাপনাও ঠিকমতো হচ্ছে না। অন্তর্বর্তী সরকার পদে পদে দেশের মানুষকে হতাশ করছে। ১০ মাস প্রায় শেষ হওয়ার পথে। এখন পর্যন্ত জনগণকে তেমন কিছু করে দেখাতে পারেনি তারা।’

নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললেই উপদেষ্টা পরিষদ গোসসা করে। গোসসা করা তো ঠিক নয়। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন-তখন যেতে পারে। যখন-তখন কৈফিয়ত চাইতে পারে।

‘কিন্তু উপদেষ্টা পরিষদের কাছে যাওয়ার সেই সুযোগ নেই। যেটুকু আছে, সেখানেও দেয়াল তৈরি করে রেখেছে স্বৈরাচারের দোসরেরা।’

আমার মতো আর কারও না হোক—গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে পদত্যাগ করা এনসিপি নেতা মীর আরশাদুলের বিএনপিতে যোগদান

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

এনসিপিকে ১০ আসন দেওয়ার খবর কাল্পনিক: জামায়াতের তাহের

পেশা ও টক শো থেকে ফুয়াদের আয় ৭ লাখ