হোম > রাজনীতি

কৃষিজমি না থাকলেওএ খাতে আয় হয় অপুর

শরীয়তপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এম এ পাস। পেশায় কৃষক। তবে তাঁর নিজস্ব কোনো কৃষিজমি নেই, নেই কোনো গাড়ি ও বাড়ি। পাঁচ বছর আগে অকৃষি পাঁচ কাঠা জমি থাকলেও এখন তাও নেই। এ ছাড়া নগদ টাকা ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা, বন্ড, ঋণপত্র, শেয়ারে বিনিয়োগ, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে স্থায়ী আমানতসহ স্থাবর সম্পদের পরিমাণ কমেছে তাঁর।

পাঁচ বছর আগে অপুর স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লাখ টাকা জমা থাকলেও এখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো টাকা জমা নেই। তবে অপু ও তাঁর স্ত্রীর নগদ টাকা কিছুটা বেড়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, বর্তমানে অপুর বাৎসরিক আয় ৫২ লাখ ২ হাজার ৩৩৪ টাকা। এর মধ্যে কৃষি খাতে ২৫ লাখ ৫০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে ৩ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকা, চাকরি (সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত পারিতোষিক) থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য খাতের ১৬ লাখ ১৭ হাজার ৯০০ টাকা। পাঁচ বছর আগে তাঁর আয় ছিল ২২ লাখ ৯৫ হাজার ৫৯৩ টাকা। তখন শুধু কৃষি খাত থেকে ১৯ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে ৩ লাখ ১৯ হাজার ৭৯৩ টাকা আয় করতেন।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত