হোম > রাজনীতি

ইভিএমে আপত্তি থাকলেও নির্বাচনে যাওয়া নিয়ে সিদ্ধান্তহীন জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে আসছে জাতীয় পার্টি (জাপা)। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এই পদ্ধতিতে সুষ্ঠু ভোট সম্ভব নয়। তবে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হলে সেই নির্বাচনে জাপা অংশ নেবে কি নেবে না, সে ব্যাপারে জাপা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

আজ শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জাপার ৩৩ নম্বর ওয়ার্ডের সম্মেলনে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এই কথা জানান। 

‘ইভিএমে সুষ্ঠু ভোট সম্ভব হবে না’ মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, ‘ইভিএম ভালো, কিন্তু যাঁরা পরিচালনা করবেন, তাঁরা তো নিরপেক্ষ নয়। তাই ইভিএমে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইভিএমে ভোট হলে আমরা নির্বাচনে যাব কি যাব না, তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।’ 

১১৬ জন আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গণকমিশনের অভিযোগ প্রসঙ্গে চুন্নু বলেন, হঠাৎ করেই ১১৬ জন আলেমের বিরুদ্ধে কেন দুদকে অভিযোগ করেছে একটি গোষ্ঠী, এটা খতিয়ে দেখা জরুরি। এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের আয়-ব্যয় এবং সম্পদের অনুসন্ধান করতে হবে। 

জাপা মহাসচিব বলেন, ‘২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, তার অনুসন্ধান কেন হচ্ছে না? আমরা আবারও পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

চুন্নু বলেন, দেশে মেগা প্রকল্পের নামে তিন গুণ খরচ হচ্ছে। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। আমরা চাচ্ছি উন্নয়ন হোক, কিন্তু উপজেলা পর্যায়ে যেন বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হয়, যেখানে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ বিনা খরচে সুচিকিৎসা পাবে। 

 ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব রাজুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন প্রমুখ। 

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের