হোম > রাজনীতি

‘শোষণমুক্ত বাংলাদেশের জন্য এখনো লড়াই করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শহীদ বুদ্ধিজীবীরা শোষণমুক্ত ও গণমানুষের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের এখনো লড়াই করতে হবে। এটাই আজকের দিনের শপথ হওয়া উচিত বলে জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নেত্রী ডা. মনীষা চক্রবর্তী। 

আজ মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আজকের পত্রিকাকে এমনটি জানিয়েছেন ডা. মনীষা চক্রবর্তী।

মনীষা চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে স্বপ্ন নিয়ে তাঁদের জীবন দিয়েছেন দেশের জন্য, সেই বাংলাদেশ আমরা সেরকমভাবে পাইনি।’

মনীষা আরও বলেন, ‘আমরা মনে করি, একটা দিবস পালনের মধ্য দিয়েই তো আর শহীদ বুদ্ধিজীবীদের কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না। তাঁরা যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করতে হবে।’

এ সময় চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদ বলেন, ‘রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ভাবগাম্ভীর্য নেই। মাইকের আওয়াজ, চিৎকার-চেঁচামেচি, ছবি তোলা—এসবের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্য প্রকাশ পায় না। শ্রদ্ধা প্রকাশ মনের মধ্যে না থাকলেও প্রকাশ করার বিষয়টা তো একটু অন্যরকম থাকা দরকার। আপনি একটা কবরস্থানে গেছেন, সেখানে গিয়ে তো ছবি তুলবেন না। পার্কে গিয়ে ছবি তুলতে পারি, কিন্তু এখানে এসে ছবি তোলা যায় না।’

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা