হোম > রাজনীতি

ছাত্র উপদেষ্টাদের সরকারে রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রাশেদ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি: আজকের পত্রিকা

ছাত্র উপদেষ্টাদের সরকারে রেখে দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শনিবার দুপুরে ঝিনাইদহে দলের জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ বলেন, ‘সরকার, বিভিন্ন অফিস, ডিসি অফিসসহ নানা স্থানে ছাত্র উপদেষ্টা রয়েছেন। বৈষম্যবিরোধী বা এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) অথবা অন্যরা যদি এখন সরকারে থাকে, তাহলে দেশে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। যদি আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, তাহলে আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান ও রিজওয়ানা হাসান আওয়ামী লীগের তিনজন ডামি এমপিকে সরাসরি হস্তক্ষেপ করে নিম্ন আদালত থেকে জামিন করিয়েছেন। উপদেষ্টারা যদি আওয়ামী লীগের এমপিদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাহলে কীভাবে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? এমন করলে জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে।’

রাশেদ আরও বলেন, ‘এর আগে আমরা দাবি জানিয়েছি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে, প্রকাশ্যে বিচার করতে হবে। শুধু শেখ হাসিনা নয়, তার সাঙ্গপাঙ্গসহ সব অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে হবে, বিচার করতে হবে। এ বিষয়ে সরকারকে কূটনৈতিক পদক্ষেপ বাড়াতে হবে। প্রধান উপদেষ্টা সেই তৎপরতা বাড়িয়েছেন। কিন্তু তাঁর আশপাশে যাঁরা রয়েছেন, তাঁরা কী ভূমিকা রাখবেন, সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, সদর উপজেলা সভাপতি হালিম পারভেজ, যুব অধিকার পরিষদের সভাপতি রাকিবুল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহাফুজুর রহমান প্রমুখ।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ