হোম > রাজনীতি

জাপা ছাড়া অন্য কোনো দল মানুষের কষ্ট বোঝে না: আনিসুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘বিএনপি শুধু আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। আর আওয়ামী লীগ চায় বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুটি দলই দেশের মানুষের কথা ভাবছে না। জাতীয় পার্টি ছাড়া কোনো দল দেশের মানুষের কষ্ট বোঝে না।’

আজ শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে শেরীফা কাদেরকে জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি এবং সংগীত শিল্পী ও পরিচালক আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব আমাদের দেশেও পড়েছে। মানুষের কষ্ট দেখে সরকারের কোনো উদ্যোগ আছে বলে মনে হচ্ছে না। দেশের মানুষ মারাত্মক কষ্টে আছে। উপার্জিত আয় দিয়ে সংসার চালাতে পারছেন না সাধারণ মানুষ। দেশের খেটে খাওয়া মানুষ বুঝতে পারছে কষ্ট কত অসহ্য।’

জাপার এই নেতা বলেন, ৩২ বছরেও রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে জাতীয় পার্টি দেশের রাজনীতির নিয়ামক শক্তি। হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন আর সুশাসন সাধারণ মানুষ এখনো মনে রেখেছেন। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। 

সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন এবং লুটপাটের জন্য দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। অর্থনৈতিক সংকটে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। আওয়ামী লীগ ও বিএনপির দুঃশাসনে দেশের মানুষ বিরক্ত। গেল ৩২ বছরে আওয়ামী লীগ ও বিএনপি প্রমাণ করেছে তত্ত্বাবধায়ক সরকার বা দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ 

মায়ের জন্য দোয়া করলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা

এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন