জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গতকাল রোববার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তিনজন নেতার কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এই তিনজন হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইতি, উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক এহসান পিয়াল এবং সহ-সম্পাদক ফারজানা ইয়াসমিন।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগরে সাধারণ সম্পাদক না থাকায় আমরা সম্মেলন করার সুযোগ পাইনি। আমরা জীবন-বৃত্তান্ত আহ্বান করেছি, এরপর কর্মিসভা করে আমরা নতুন কমিটি ঘোষণা করব।’
তিনি আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীলতার সবচেয়ে বড় একটা অঙ্গন। সেখানে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাসহ বাংলাদেশের মূলনীতির আলোকে শেখ হাসিনা যে বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন, এই লক্ষ্য বাস্তবায়নে যাদের আমরা যোগ্য হিসেবে মনে করব, তাঁদের দায়িত্ব দেব।’
প্রসঙ্গত, ২০১৬ সালের সালের ২৭ ডিসেম্বর জুয়েল রানাকে সভাপতি ও এস এম আবু সুফিয়ানকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর ২০১৭ সালের ২৮ এপ্রিল ২১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ১ বছরের জন্য দেওয়া এই কমিটির ইতিমধ্যে চার বছর অতিবাহিত হয়েছে।