হোম > রাজনীতি

বায়তুল মোকাররমে কৃষক লীগের সমাবেশে দুপক্ষের মারামারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের সমাবেশে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে সংঘর্ষে জড়ায় বাড্ডা থানা কৃষক লীগ ও আদাবর থানা কৃষক লীগ। কৃষক লীগের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে। 

এর আগে দুপুর ১২টার পর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক লীগের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষ লাঠি নিয়ে মারামারিতে জড়ায়। 

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড্ডা থানা কৃষক লীগের সভাপতি রকি শিকদার ও সাধারণ সম্পাদক জনি মালুমের নেতা-কর্মীদের সঙ্গে আদাবার থানা কৃষক লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হলেও তারা মারামারিতে জড়িয়ে পড়ে। 

বাড্ডা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক জনি মালুমের এক কর্মী দাবি করেন, তাঁদের এক সহকর্মীর সঙ্গে আদাবর থানা কৃষক লীগের এক কর্মীর পায়ে পা লাগে। এ সময় আদাবর থানার নেতা-কর্মীরা চড়াও হন। এর কয়েক মিনিট পরে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র দুই পক্ষককে দুই দিকে নিয়ে যান। সমীর চন্দ্র স্টেজে ওঠার পর দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এক পক্ষ আরেক পক্ষের ওপর বাঁশ দিয়ে আঘাত করে। এমন পরিস্থিতিতে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র নিচে এসে দুপক্ষকে শান্ত করেন।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা