হোম > রাজনীতি

বিএনপির মিছিলে হামলা: আওয়ামী লীগ-যুবলীগের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে বিএনপির ঢাকা উত্তরের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা ও প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করা হয়েছে। 

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা করা হয়। 

ঢাকা বার অ্যাসোসিয়েশনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পরে আদেশ দেবেন বলে জানান। বিকেলে আদালত আরজি পর্যালোচনা করে মামলাটি খারিজ করে দেন। 

আদালত আদেশে বলেন, মামলার বাদী এই ঘটনায় কোনো ভুক্তভোগী নন। তিনি প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষীও ছিলেন না। দলীয় উচ্চপদস্থ কেউ তাঁকে মামলা করতে ক্ষমতা অর্পণও করেননি। উপরন্তু বাদীর অভিযোগের সমর্থনে মামলাটি আমলে নেওয়ার মতো কোনো উপাদান নেই। তাই খারিজ করা হলো। 

১৫ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হলে অন্তত ২০ নেতা-কর্মী আহত হন বলে উল্লেখ করা হয়েছে মামলার আবেদনে। মামলার অন্য আসামিরা হলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আগা খান মিন্টু, এম এ মান্নান কচি, ইসমাইল হোসেনসহ ২০ জন। 

এ ছাড়া মামলার আবেদনে আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ

এনসিপির নির্বাচনী ‘ক্রাউডফান্ডিং’ শুরু, প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া যাবে

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ