হোম > রাজনীতি

নাটোর-৪ উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাটোর-৪ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা আগামীকাল সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। এদিন সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। 

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস মারা যান। শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১১ অক্টোবর ভোট হবে। আর মনোনয়ন দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর। 

এদিকে নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে আগামী সোম ও মঙ্গলবার দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে আওয়ামী লীগ। আগ্রহীরা ৩০ হাজার টাকা দিয়ে দলটির মনোনয়ন ফরম কিনতে পারবেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগ্রহ করা মনোনয়ন ফরম আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার মধ্যে জমা দিতে হবে। 

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির