হোম > রাজনীতি

এত উন্নয়ন করেও স্বস্তি পাচ্ছি না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এত উন্নয়ন করেও আমরা স্বস্তি পাচ্ছি না। যতই উন্নয়ন করি, এসব উন্নয়নের সুফল যদি জনগণ না পায়, তখন সেই উন্নয়ন ব্যর্থ হয়ে যায়। আমাদের উন্নয়নকে ম্লান করে দেয়। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়কে গণপরিবহনের শৃঙ্খলার ফেরানো। সড়কে শৃঙ্খলা না ফিরলে এত সব উন্নয়নের সুফল বাংলাদেশের জনগণ পাবে না। 

আজ রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীতে নগর পরিবহনের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ত্যাগ করে সচিবালয়ে নিজ দপ্তরে যান তিনি। 

আগামী বছরে বেশ কয়েকটি মেগা প্রজেক্ট উদ্বোধন করা হবে জানিয়ে কাদের বলেন, আগামী বছর মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে। 

দুর্ঘটনা এবং যানজট দুটোই আমাদের জন্য দুশ্চিন্তার কারণ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নগর পরিবহনসেবা চালু করা হয়েছে। অনেক আগেই এত কিছু হওয়ার দরকার ছিল, সেটা হয়নি। উন্নয়ন আর অর্জনের সঙ্গে আমাদের সিটির যে দুরবস্থা, অপরিচ্ছন্ন-অপরিকল্পিত একটি শহর—এটি মানায় না। ঢাকার উন্নয়ন পরিকল্পনার যে বহুদিনের লিগ্যাসি আমরা বহন করে যাচ্ছি এবং দূষণের দিক থেকেও রেকর্ড আছে, এসব দূর করার জন্য দুই মেয়র কাজ করে যাচ্ছেন। 

রাজনৈতিক কর্মীরাই নিয়ম মানেন না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক কর্মীরা মোটরসাইকেলে নিয়ম মানতে চান না। হেলমেট ছাড়া চলাফেরা করেন। এ বিষয়গুলোতে নজর দিতে হবে। এখন রাজধানীতে মোটরসাইকেলগুলো যেভাবে চলার কথা, সেভাবেই ৯৫ ভাগ চলছে।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ