হোম > রাজনীতি

নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল, উল্টো চিত্র বায়তুল মোকাররম দক্ষিণ গেটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে বিএনপির মহাসমাবেশের বিপরীতে আজ শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগেরও শান্তি ও উন্নয়ন সমাবেশ রয়েছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আর বিএনপির সমাবেশ নয়াপল্টনে। সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিপুল পরিমাণ নেতা-কর্মীর সমাগম হচ্ছে। তবে ঠিক এর উল্টো চিত্র আওয়ামী লীগের সমাবেশস্থলে।

আওয়ামী লীগের মঞ্চ প্রস্তুত হলেও সেখানে নেতা-কর্মীদের তেমন একটা উপস্থিতি এখনো নেই। সমাবেশের মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রয়েছেন। আর মঞ্চের সামনে ঢাকা মহানগর দক্ষিণের কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে। দলের কয়েকজন কর্মী জানান, নেতারা এখনো আসেননি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়বে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নেবেন বলে কর্মীরা আভাস দিচ্ছিলেন। তবে সকাল থেকে শেওড়াপাড়া, তালতলা, বিজয় সরণি, তেজগাঁও, সেগুনবাগিচা, প্রেসক্লাব, জিরো পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীদের অবস্থান দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্দেশনা অনুযায়ী নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়েছেন। বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারা সতর্ক অবস্থানে থেকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল করেছেন। বেলা বাড়লে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন দলটির নেতা-কর্মীরা।

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের