হোম > রাজনীতি

দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুত নন খালেদা জিয়া, চিকিৎসা চলবে বাসায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে বাসায় পৌঁছেছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। তবে বিদেশে নেওয়ার জন্য যে দীর্ঘ ভ্রমণ, সেটার জন্য এখনো শারীরিকভাবে বেগম খালেদা জিয়া প্রস্তুত নন বলে জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। 

খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসার পর আজ রাত ৯ টার দিকে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা আগেও বলেছি, আজকেও মেডিকেল বোর্ড আবার বসেছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে। যত দ্রুত সম্ভব যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানিতে নিয়ে যাওয়ার কথা বলেছে। তবে সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সে জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। তাই আট থেকে পনেরো ঘণ্টা কিছু কিছু ক্ষেত্রে সেটা ২১ ঘণ্টাও হয়। সেইটা যাতে উনি ফ্লাই করতে পারেন। সে জন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় নিয়ে এসেছি। এখন বাসায় রেখেই চিকিৎসা চলবে।

তিনি আরও বলেন, পরবর্তীতে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ উনাকে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকের সুপারিশ ক্রমেই গ্রহণ করব।

এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, এটা যদি সিঙ্গাপুর বা থাইল্যান্ড হতো, যেটার দূরত্ব তিন থেকে চার ঘণ্টা । কিন্তু যখনই আমরা ইউকে, জার্মানি বা আমেরিকার কথা চিন্তা করি তখন স্বাভাবিকভাবে এটা একটা লম্বা জার্নি। টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় প্রচুর পরিমাণে একটি নেগেটিভ প্রেশার হয়। 

সুতরাং রোগীর শারীরিক সুস্থতা কতটুকু আছে সেটা আপনার মাথায় থাকতে হবে। সে জন্যই সবকিছু বিবেচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদ-সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য দেখাতে চায় বিএনপি: সালাহউদ্দিন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যাবে বিএনপি, সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি

হাদির মাথায় নয়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানো অভ্যুত্থানের বুকে বুলেট: সারজিস আলম

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গেলেন ফখরুল

আসিফ মাহমুদের র‍্যালি পরিণত হলো হাদির ওপর হামলার প্রতিবাদ মিছিলে

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত: তারেক রহমান

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে: শামসুজ্জামান দুদু