হোম > রাজনীতি

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ বাসদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্য তেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জনগণের দুর্ভোগ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি করেন সংগঠনের নেতারা। এ সময় সিন্ডিকেট ও মজুতদারদের শাস্তি এবং খাদ্য পণ্যের রেশন ব্যবস্থা চালু করার দাবিও করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে গিয়ে প্রয়োজনীয় দ্রব্য কেনার আগেই পকেটের টাকা শেষ হয়ে যাচ্ছে।

নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে উল্লেখ করে বক্তারা বলেন, যেখানে মধ্যবিত্ত পরিবার তাদের জীবনযাপনে সমস্যায় পড়ছেন; সেখানে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে নিম্নআয়ের মানুষদের দুর্ভোগ চরমে উঠেছে। 

সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, ভোটারবিহীন সরকার জনগণের কথা চিন্তা করছে না। ব্যবসায়ীদের নিয়ে রাজনীতিতে একটি দুর্বৃত্তায়ন তৈরি করেছে। যার পরে বাজারব্যবস্থা মানুষকে অসহনীয় করে তুলেছে। তাই সরকারকে দ্রুত এই বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের আহ্বান জানান বক্তারা। 

প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মনীষা চক্রবর্তী, জুলফিকার আলীসহ বাসদের নেতারা। 

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত