হোম > রাজনীতি

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ বাসদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্য তেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জনগণের দুর্ভোগ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি করেন সংগঠনের নেতারা। এ সময় সিন্ডিকেট ও মজুতদারদের শাস্তি এবং খাদ্য পণ্যের রেশন ব্যবস্থা চালু করার দাবিও করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে গিয়ে প্রয়োজনীয় দ্রব্য কেনার আগেই পকেটের টাকা শেষ হয়ে যাচ্ছে।

নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে উল্লেখ করে বক্তারা বলেন, যেখানে মধ্যবিত্ত পরিবার তাদের জীবনযাপনে সমস্যায় পড়ছেন; সেখানে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে নিম্নআয়ের মানুষদের দুর্ভোগ চরমে উঠেছে। 

সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, ভোটারবিহীন সরকার জনগণের কথা চিন্তা করছে না। ব্যবসায়ীদের নিয়ে রাজনীতিতে একটি দুর্বৃত্তায়ন তৈরি করেছে। যার পরে বাজারব্যবস্থা মানুষকে অসহনীয় করে তুলেছে। তাই সরকারকে দ্রুত এই বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের আহ্বান জানান বক্তারা। 

প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মনীষা চক্রবর্তী, জুলফিকার আলীসহ বাসদের নেতারা। 

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া