হোম > রাজনীতি

গণতন্ত্রের জন্য বাংলাদেশকে এক জায়গায় দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণতন্ত্র না থাকায় সীমাহীন দুর্নীতি, লুটপাট, নির্যাতন, হামলা-মামলাসহ নানা কারণে দেশ আজ অন্ধকারে নিমজ্জিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই অবস্থায় গণতন্ত্র ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ওলামা দল এই অনুষ্ঠানের আয়োজন করে। 

শামসুজ্জামান দুদু বলেন, ‘একটা অন্ধকার যুগের মধ্যে আমরা আছি। সেই অন্ধকার থেকে আলোর পথের যাত্রী হিসেবে আমাদের রাজপথে নেমে আসতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে।’ তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে দল করতেই হবে এমন কোনো বিষয় না। সমগ্র বাংলাদেশটাকে এক জায়গায় দাঁড়াতে হবে। গণতন্ত্রের শপথ নিতে হবে।’ 
 
বাংলাদেশে সীমাহীন দুর্নীতি, নির্যাতন ও হামলা-মামলা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এখন যেটা হচ্ছে, তা আইয়ুব-ইয়াহিয়ার আমলেও হয়নি। গণতন্ত্র না থাকার কারণেই এই অবস্থা হয়েছে বলে অভিযোগ তাঁর। 

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান