হোম > রাজনীতি

নির্বাচন বানচালের চেষ্টাকারীদের শাস্তি দিতে জনগণকে শেখ হাসিনার আহ্বান

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের শাস্তি দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলে তিনি। 

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন বানচাল করার চেষ্টা করতে অগ্নি সন্ত্রাস করলে এর পরিণতি ভালো হবে না। যারা (নির্বাচন বানচালের চেষ্টা) করবে দেশের মানুষই তাদের শাস্তি দেবে। দেশের মানুষকে আমি সেই আহ্বান জানাচ্ছি।’ এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যাদের মানুষের ওপর আস্থা নেই, বিশ্বাস নেই, দল হিসেবে সুসংগঠিত না তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে।’ 

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘যে সমস্ত দল নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে, তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কষ্টে অর্জিত গণতান্ত্রিক ধারা কেউ যাতে ব্যাহত করতে না পারে, সেই আহ্বান জানাচ্ছি।’ 

দেশবাসী ভোট দিয়ে প্রিয় মানুষকে নির্বাচিত করবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তাঁরা সংসদে বসবে, আইন পাশ করবে, রাষ্ট্র পরিচালনা করবে। এটা জনগণের অধিকার। জনগণের অধিকার যারা কেড়ে নিতে অগ্নি সন্ত্রাস করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে। আমি জনগণের কাছে সেই আহ্বান জানাই।’ 

এর আগে, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নিজের মনোনয়ন ফরম কেনেন শেখ হাসিনা। তাঁর পক্ষে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। ২০০৮ সালে তিনটি আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন শেখ হাসিনা। ২০১৪ সালে দুটি আসন এবং সর্বশেষ নির্বাচনে একটি আসন থেকে নির্বাচন করেন। 

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কর্মী-সমর্থকেরা গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকা ত্যাগ করলে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন কিনবেন।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা