হোম > রাজনীতি

জিএম কাদেরের পক্ষ থেকে ‘হামলার ভয়’, নিরাপত্তা চান রাঙ্গা ও মৃধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের অনুসারীদের পক্ষ থেকে হামলার আশঙ্কা তুলে ধরে নিরাপত্তা চেয়েছেন তাঁর বহিষ্কার করা দুই নেতা। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান মশিউর রহমান রাঙ্গাঁ ও জিয়াউল হক মৃধা।

জিয়াউল হক মৃধা সাংবাদিকদের বলেন, ‘জিএম কাদেরের ইন্ধনে’ তাঁর অনুসারীরা আদালতের আদেশ অমান্য করে রাজপথে অবস্থান নিয়েছে। যারা আদালত মানে না, তারা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। 

‘কাদেরের সমর্থিত নেতা কর্মীরা আমাদের ওপর যেকোনো সময় হামলা করতে পারে। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। আমরা নিরাপত্তা চাই।’

গত ১৪ সেপ্টেম্বর জাপার সব পদ-পদবি থেকে রাঙ্গাঁকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ১৭ সেপ্টেম্বর চেয়ারম্যানের উপদেষ্টা মৃধাকে বহিস্কার করা হয়। এরপর ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণা করে মামলা করেন মৃধা। ওই মামলায় গত ৩১ অক্টোবর দলীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কাদেরের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত। সেটা প্রত্যাহারে আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়।

জিএম কাদেরের সমর্থকদের বিরুদ্ধে ‘মামলা প্রত্যাহারে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির’ অভিযোগ করে মৃধা বলেন, ‘মামলা করেছি আমি এবং মশিউর রহমান রাঙ্গাঁ। তারা মামলা প্রত্যাহার করার জন্য আমাদের কাছে প্রস্তাব পাঠাতে পারতেন। তা না করে আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে দল পরিচালনায় স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে রাঙ্গাঁ বলেন, ‘তিনি যা ইচ্ছা তাই করবেন- এটা হতে পারে না। আপনাকে (জি এম কাদের) চূড়ান্ত ক্ষমতা দেওয়া মানে এই নয় যে, আপনি সেই ক্ষমতার অপব্যবহার করবেন। 

‘ক্ষমতার অপব্যবহার করেই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি অব্যাহতির সিদ্ধান্ত মেনে নিইনি। কারণ আমি অন্যায় করিনি, আমি অপরাধী নই।’

জি এম কাদেরকে সতর্ক করে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ রাঙ্গা বলেন, ‘আমার এমন কিছু জানা আছে, যা বললে দল চালানো মুশকিল হবে, রাজনীতি করা কঠিন হবে তাদের জন্য। তবে আমি এসব বলতে চাইনা। আমি চাই না, জাতীয় পার্টি ভেঙে যাক। আমি যদি এই দল নাও করি, তবু চাই জাতীয় পার্টি না ভাঙুক।’

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা