হোম > রাজনীতি

শরিকদের ছাড় দিয়ে হারব, তা হবে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ ‍নির্বাচন ১৪ দলীয় জোটের শরিকদের আটটির মধ্যে সাতটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। আসন ছাড় নিয়ে শরিকদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ‘শরিকদের মধ্যে জনসমর্থন নেই—এমন কাউকে ছাড় দিয়ে নির্বাচনে পরাজিত হওয়া যাবে না।’ 

আজ বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ১৪ দলীয় জোটের শরিকদের আসন ছাড় দেওয়া নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শরিকদের আসনে এবার আওয়ামী লীগের বড় নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সমঝোতা হলে পুরোনো আসনগুলো ছেড়ে দেওয়া হবে না কি নতুন আসনে ছাড় দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসন বণ্টনের বিষয় আসলে সেটা তো পরস্পর সমঝোতার বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি নির্বাচনে জেতার মতো ইলেকটেবল কি না? শরিক সে জন্য দেব? কিন্তু আপনাকে তো নির্বাচনে জিততে হবে। সেটা নম্বর ওয়ান।’

ওবায়দুল কাদের বলেন, ‘শরিক হলেই যে দিতে হবে? উনি নির্বাচনের জেতার অবস্থানে নেই, ওনার সেই রকম জনসমর্থন নেই। তাহলে শরিক এ জন্য দিয়ে হারব? সেটা তো হবে না। নির্বাচনে জিততে হবে।’ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য দলীয় ডামি প্রার্থী দেওয়ার জন্য বলেছে আওয়ামী লীগ। দলীয় ঘোষণার পরে বিভিন্ন আসনে মনোনয়ন না পাওয়া আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা স্বতন্ত্র নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘দলের লোক হলে সিদ্ধান্ত মানতে হবে। সে রকম ঢালাওভাবে কিছু করতে যাব না। আমাদেরও কিছু কৌশল আছে।’

স্বতন্ত্র প্রার্থীর কারণে দলের মধ্যে শৃঙ্খলার সংকট দেখা দিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সবকিছু মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং নেব।’

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

সংসদ ভবন চত্বরে খালেদা জিয়ার কফিন, মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদা জিয়ার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা