হোম > রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: মোস্তফা সেলিম বেঙ্গল 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টি একক নির্বাচন করবে ও প্রার্থী দেবে। এ প্রক্রিয়া চলছে। 

আজ শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মোস্তফা সেলিম এ কথা বলেন। 

মোস্তফা সেলিম বেঙ্গল বলেন, ‘আমরা কারও সঙ্গে জোটে থাকব কি না, সেটি সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে। একক নির্বাচন করার সম্ভাবনা বেশি। লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) এ আসনে এবারের জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থী হব। কাজেই আমাদের সংগঠিত থাকতে হবে। দলের যেকোনো সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে।’ 

পাটগ্রাম উপজেলার রেলস্টেশন দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ বেঞ্জু। সভায় পাটগ্রাম উপজেলা ও ৮ ইউনিয়নের ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব সফিকুল ইসলাম, পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান দুলাল, পাটগ্রাম পৌর জাতীয় পার্টির সভাপতি হাফিজার রহমান লুনা, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব প্রমুখ। 

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা