হোম > রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: মোস্তফা সেলিম বেঙ্গল 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টি একক নির্বাচন করবে ও প্রার্থী দেবে। এ প্রক্রিয়া চলছে। 

আজ শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মোস্তফা সেলিম এ কথা বলেন। 

মোস্তফা সেলিম বেঙ্গল বলেন, ‘আমরা কারও সঙ্গে জোটে থাকব কি না, সেটি সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে। একক নির্বাচন করার সম্ভাবনা বেশি। লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) এ আসনে এবারের জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থী হব। কাজেই আমাদের সংগঠিত থাকতে হবে। দলের যেকোনো সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে।’ 

পাটগ্রাম উপজেলার রেলস্টেশন দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ বেঞ্জু। সভায় পাটগ্রাম উপজেলা ও ৮ ইউনিয়নের ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব সফিকুল ইসলাম, পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান দুলাল, পাটগ্রাম পৌর জাতীয় পার্টির সভাপতি হাফিজার রহমান লুনা, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব প্রমুখ। 

নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে