হোম > রাজনীতি

ইশতেহার তৈরিতে তৃণমূলের মতামত চেয়েছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহারে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখার নেতাদের কাছে মতামত চেয়েছে আওয়ামী লীগ। ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায়, এ-সম্পর্কিত প্রতিবেদন আগামী ২ নভেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এর আগে ইশতেহারে নাগরিকদের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছিল আওয়ামী লীগ। 

আজ রোববার আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্যসচিব এবং দলটির তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিটি জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কের বরাবর গতকাল শনিবার পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়েছে, আপনি অবগত আছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটি গঠিত হয়েছে। এই কমিটি ইতিমধ্যে ইশতেহার প্রণয়ন কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরী করার লক্ষ্যে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের মতামত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের প্রতিটি উপজেলা কমিটি স্ব স্ব উপজেলায় সভা আহ্বান করে কৃষক, শ্রমিক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কাছে তাঁদের প্রত্যাশা কী এবং এ লক্ষ্যে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় বলে তাঁরা মনে করেন, এ-সম্পর্কিত প্রতিবেদন আগামী ২ নভেম্বরের মধ্যে ইশতেহার প্রণয়ন উপকমিটির কাছে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান