হোম > রাজনীতি

আওয়ামী লীগ ও পুলিশের দখলে পল্টন-বিজয়নগর এলাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকেই রাজধানীর পল্টন, বিজয়নগর ও কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষের পর এখন পল্টন-বিজয়নগর এলাকা দখলে নিয়েছে আওয়ামী লীগ ও পুলিশ। তবে মূল সড়ক দখলে নিলেও এখনো বিজয়নগর কালভার্ট রোডসহ আশপাশের গলিতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

বিকেল ৫টায় নয়াপল্টন মোড়ে সরেজমিন দেখা যায়, পুরো এলাকা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। এ সময় কাকরাইল মোড় দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে অনেককে আটক করে পুলিশ। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত পুলিশ সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে। সেখানে পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। 

৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি-জামায়াত দেশে আবারও অগ্নি-সন্ত্রাস শুরু করেছে। তারা সমাবেশের নামে এসে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে খবর পেয়ে আমরা এদিকে এসেছি। যতক্ষণ পর্যন্ত তাদের সম্পূর্ণভাবে প্রতিহত না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি।’

এ সময় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে পুরানা পল্টন পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে হকিস্টিক, বাঁশ, লোহার রড, পাইপ হাতে মহড়া দিতে দেখা গেছে। আল-রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের স্টেজের বাঁশ পুড়িয়ে দিয়েছেন তাঁরা।

শুক্রবার বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম

গুলশানের বাসভবনে পৌঁছেছেন তারেক রহমান

সবাইকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

এভারকেয়ার থেকে গুলশান বাসভবনের পথে তারেক রহমান

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির