হোম > রাজনীতি

পুরোনো অসুখও ভোগাচ্ছে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাসপাতালে ভর্তির সপ্তাহখানেক পরেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই আছেন তিনি। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর হাসপাতাল ছাড়ার বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকেরা। 

আজ রোববার দুপুরে খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, এই অবস্থায় তাঁকে (খালেদা জিয়া) পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁর বাড়ি ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 

হার্টের সমস্যা নিয়ে গত ১১ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। হার্টে রিং পরানোর পর গত ১৫ জুন কেবিনে আনা হয়েছে তাঁকে। কেবিনে আনার পরে পুরোনো কিছু অসুখও ভোগাতে শুরু করেছে তাঁকে। 

চিকিৎসকেরা জানিয়েছেন, গত দুই দিন ধরে খালেদা জিয়ার রক্তচাপ ওঠানামা করছে। তবে আজ অনেকটা স্থিতিশীল আছে। এর পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যাসহ আরও কিছু সমস্যা আছে।

হাসপাতালে আনার পরে এনজিওগ্রাম করে খালেদা জিয়ার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক অপসারণে রিং পরানো হয়। দীর্ঘদিন ধরে নানাবিধ অসুখে কাবু ৭৭ বছর বয়সী খালেদা জিয়া। গত বছরের নভেম্বরে তাঁর লিভার সিরোসিস শনাক্ত হয়। এর আগে অনেকবার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তাঁকে। 

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত