হোম > রাজনীতি

পুরোনো অসুখও ভোগাচ্ছে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাসপাতালে ভর্তির সপ্তাহখানেক পরেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই আছেন তিনি। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর হাসপাতাল ছাড়ার বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকেরা। 

আজ রোববার দুপুরে খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, এই অবস্থায় তাঁকে (খালেদা জিয়া) পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁর বাড়ি ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 

হার্টের সমস্যা নিয়ে গত ১১ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। হার্টে রিং পরানোর পর গত ১৫ জুন কেবিনে আনা হয়েছে তাঁকে। কেবিনে আনার পরে পুরোনো কিছু অসুখও ভোগাতে শুরু করেছে তাঁকে। 

চিকিৎসকেরা জানিয়েছেন, গত দুই দিন ধরে খালেদা জিয়ার রক্তচাপ ওঠানামা করছে। তবে আজ অনেকটা স্থিতিশীল আছে। এর পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যাসহ আরও কিছু সমস্যা আছে।

হাসপাতালে আনার পরে এনজিওগ্রাম করে খালেদা জিয়ার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক অপসারণে রিং পরানো হয়। দীর্ঘদিন ধরে নানাবিধ অসুখে কাবু ৭৭ বছর বয়সী খালেদা জিয়া। গত বছরের নভেম্বরে তাঁর লিভার সিরোসিস শনাক্ত হয়। এর আগে অনেকবার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তাঁকে। 

ভোটযুদ্ধে নেমে পড়ার আহ্বান তারেকের

অন্যরা মসজিদে গিয়ে কথা বলতে পারলে আপনারা কেন পারবেন না: তারেক রহমান

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা দিলেন সেই মুনতাসির

৮ দল সংঘাত চায় না, নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করা হবে: গোলাম পরওয়ার

কোন দলে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ, আলোচনায় গণঅধিকার

তফসিলে শুভেচ্ছা জানালেও নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা নিয়ে প্রশ্ন পাটওয়ারীর

১২ ফেব্রুয়ারি নির্বাচন, স্বাগত জানাল জামায়াত

নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপি আশ্বস্ত: মির্জা ফখরুল

তারেক রহমান যেদিন পা দেবেন, দেশ যেন কেঁপে ওঠে: মির্জা ফখরুল

রাশেদ খানের পদত্যাগ চেয়ে গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্যের অনাস্থা