নানা আয়োজনে পালিত হয়েছে অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ হানিফের ৭৮তম জন্মবার্ষিকী।
মেয়র মোহাম্মদ হানিফের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কর্মময় জীবনকে স্মরণ করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোও নানান কর্মসূচি পালন করে। মেয়র মোহাম্মদ হানিফের জন্মবার্ষিকী উপলক্ষে সর্বস্তরের মানুষ মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। মেয়র হানিফের নাজিরাবাজারের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
মেয়র হানিফের একমাত্র ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রয়াত বাবার জন্মবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।