হোম > রাজনীতি

রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নারীর সমতাবিরোধী ও মর্যাদা হানিকর বক্তব্য এবং আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সামাজিক প্রতিরোধ কমিটি। ছবি: আজকের পত্রিকা

রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধসহ বিভিন্ন দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নারীর সমতাবিরোধী ও মর্যাদা হানিকর বক্তব্য এবং আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলনে দাবিগুলো উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার কলি। তিনি বলেন, বাংলাদেশে নারীরা যখন সব প্রতিকূলতা উপেক্ষা করে জাতীয়, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে দৃশ্যমান ভূমিকা রাখছেন, ঠিক তখনই নারীকে অবদমিত করার জন্য নানা অপচেষ্টা চালানো হচ্ছে। নারী-পুরুষের সমতাবিরোধী গোষ্ঠী ক্রমাগত নারীবিদ্বেষী, অসম্মানজনক, অমর্যাদাকর বক্তব্য দিচ্ছে ও প্রচার-প্রচারণা চালাচ্ছে। এ ধরনের প্রচারণা বৈষম্যহীনতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

মডারেটরের বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ধর্মের মতো পবিত্র বিষয় একান্তই ব্যক্তিগত চর্চার মধ্যে সীমাবদ্ধ রাখা উত্তম। ধর্মকে রাজনীতির কৌশল হিসেবে ব্যবহার করা একেবারেই কাম্য নয়। নারীর অধিকার রক্ষার আন্দোলন শুধু নারীর একার নয়, নারী-পুরুষের সমতাপূর্ণ ও সম্মানজনক অবস্থায় বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐকবদ্ধভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফৌজিয়া খন্দকার ইভা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত দাবির মধ্যে রয়েছে, নারীবিদ্বেষী সর্বপ্রকার প্রচার-প্রচারণা বন্ধে রাষ্ট্রের কঠোর পদক্ষেপ নেওয়া; মব সহিংসতার সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা; নারীর প্রতি সর্বপ্রকার সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করা; গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা; সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা; বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক এবং মানবাধিকারের মূল্যবোধসম্পন্ন শিক্ষানীতি ও পাঠ্যপুস্তক প্রণয়ন করা।

ছোট ভাই কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, প্রার্থী ঘোষণা করলেন মির্জা ফখরুল

হাদি আমাদের ভাই, তাঁর লড়াই ও আমাদের লড়াই এক: বিএনপি নেতা সোহেল

ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও জাইমা

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান