হোম > রাজনীতি

জেলায় জেলায় যুবলীগের অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন জেলায় যুবলীগের নেতা-কর্মীরা করোনায় আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন। এ লক্ষ্যে তাঁরা নিজস্ব উদ্যোগে গড়ে তুলেছেন অক্সিজেন ব্যাংক। আর্তমানবতার সেবায় যুবলীগের এমন উদ্যোগ প্রশংসা পেয়েছে সর্বমহলে। এই কার্যক্রমকে আরও গতিশীল করতে এবার জেলা পর্যায়ের নেতা-কর্মীদের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এসব সিলিন্ডার বিতরণ করা হয়। সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি রাজধানীর কয়েকটি হাসপাতালকেও যুবলীগের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের উপস্থিতিতে এসব সিলিন্ডার বিতরণ করা হয়। এ সময় বঙ্গমাতার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ছয় দফা থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই দুর্বিষহ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিভিন্ন সময় জেলে বন্দী থাকতেন, তখন দিশেহারা ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পথপ্রদর্শক ছিলেন বঙ্গমাতা।

অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘এই মহামারিতে আপনারা নির্দেশের অপেক্ষায় না থেকে বিবেকের তাড়নায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ জানান, যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মাজেদা হাসপাতাল অক্সিজেন ব্যাংক, শেখ ফজলুল হক মণি ও আরজু মণি অক্সিজেন ব্যাংককে (যশোর) ১২০ কেজি ওজনের ১০টি করে সিলিন্ডার দেওয়া হয়েছে।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, খালেদ শওকত আলী, সাজ্জাদ হায়দার লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের