হোম > রাজনীতি

ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে আ. লীগ নেতাকে বহিষ্কারের চিঠি

প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে এক নেতাকে বহিষ্কারের ভুয়া চিঠি পাঠানোর ঘটনা ঘটেছে। ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদারের বহিষ্কারের এই ভুয়া চিঠির বিষয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ রোববার দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বলেন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদক। একটি স্বার্থান্বেষী মহল তাঁর সম্মানহানি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে ভুয়া চিঠি পাঠিয়েছে।

মাসুদুল হক মাসুদ বলেন, আমি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলাম। সেখান থেকে দুলাল চকদারের বহিষ্কারের বিষয়ে কোনো চিঠি ইস্যু হয়নি। এ ধরনের কোনো নথিপত্রও সেখানে নেই। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়ার সঙ্গে কথা হয়েছে। তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। দুলাল চকদারের বহিষ্কার বিষয়ে যে চিঠি এসেছে তা সম্পূর্ণ ভুয়া।

দলের যাঁরা এ বিষয় নিয়ে অপপ্রচার চালিয়েছেন তাঁদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি–না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাঁরা এ বিষয় নিয়ে অপপ্রচার চালিয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, যুগ্ম সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল

২০০৭-২৫: ৩৭ মামলার সব কটি সশরীরে থেকে মোকাবিলা করেছেন খালেদা জিয়া

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব: তারেক রহমানের পোস্ট

খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেননি, নিজেকে বিজয়ী প্রমাণ করেছেন: মঈন খান

জরুরি বৈঠকে বিএনপি, এভারকেয়ার থেকে যোগ দিলেন তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টির দুই অংশের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার শোক

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মহাপ্রয়াণ

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী