হোম > রাজনীতি

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ নিরাপদ: পলক

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল, যেই দল প্রতিষ্ঠার পর থেকে অসাম্প্রদায়িক চেতনার লালন ও চর্চা করে চলেছে। আওয়ামী লীগ দেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করেছে এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ আছে বলেই দেশের মানুষ এখনো নিরাপদ। 

আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জুনাইদ আহমেদ পলক। 

পলক বলেন, বিএনপি-জামায়াত যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, জমি দখল, হামলা-নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। তাদের রূঢ়তার শিকার হয়ে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে মানবিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে উদার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়েছে। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ